February 19, 2009

প্রলাপ - ২ (দুই) : দ্যা রূটস : শেকড়ের সন্ধানে এ্যালেক্স হলি আর শেকড় উপড়ে ছুটে চলা আমি

দ্যা রুটস, আমার স্কুল জীবনে পড়া এবং প্রিয় বই গুলোর অন্যতম। ক্রীতদাস শিকারীর হাতে পড়া অসহায় স্বাধীনচেতা আফ্রিকান মানুষটার উত্তর পুরুষের শেকড়ের কাছে ফিরে আসার বর্ননা অসাধারন লাগে আজও। সর্বক্ষন ফুর্তিবাজ মুখোশের তলার আবেগহীন মুখটা যখন বের হয় মুখোশের আড়াল থেকে, কোন কিছুর ভেতরে ডুবে গিয়ে ভুলে যেতে চায় ব্যার্থতা, বিশ্বাসঘাতকতা আর একাকীত্ব, আরো ক'টা প্রিয় বইয়ের সাথে নেড়েচেড়ে দেখে এই অসাধারন বইটাকেও।

আজ কেন যেন বইটা হাতে নিয়ে মনে হলো, একলা থাকাই ভালো, কেন অযথা বংশবৃদ্ধি? হয়তো কয়েক শতক পরে এই পোড়া দেশে ফিরে আসতে পারে আমারই উত্তরসুরী, সময়ের সাথে সাথে ক্ষয়ে যাওয়া এই পূর্বপুরুষের কোন কষ্টই আবেগ নিয়ে পৌঁছবেনা যার কাছে। সেও হয়তো একদিন আসবে ক'টা দিনের জন্যে শেকড়ের সন্ধানে....

শেকড় উপড়ে তাই ছুঁটে চলা... একা... একাকীত্বের সন্ধানে... পৃথিবীর পথে পথে....নিজের ধ্বংসের খোঁজে....

Disqus for Simple thoughts...