September 7, 2010

অনন্ত অপেক্ষায় থাকো আনুবিস, যোদ্ধারা মরেনা কখনো...ইদানিং আনুবিস, শেঁয়ালমুখো ইজপশান দেবতা, মৃতের জগতের অধিকর্তা আমার ভক্ত হয়েছেন। ঘুমোতে, শুতে, জাগতে - প্রতিটা ক্ষনেই মৃতের পঁচাগলা শবের ওপরে বসে আমার নাম জপছেন তিনি উন্মাদের মতন - জানিয়েছেন চন্দ্রদেবীর চর।

দেবী জানিয়েছেন সতর্ক থাকি যেনো।আমি বলে পাঠিয়েছি, মৃতের দেবতা আনুবিস আসবেন না, তিনি নোংরা জিঘাংসার অপেক্ষায় উন্মাদ হয়ে চুল ছিঁড়বেন নিজের শেয়ালমুখো মাথার, তবু তাকে অনন্ত অপেক্ষায় থাকতে হবে। কারন -

যোদ্ধারা মরেনা কখনো।

Disqus for Simple thoughts...