January 29, 2011

ফ্রি টুল : পান্ডা ইউএসবি ভ্যাকসিন (Panda USB Vaccine)

  
যারা উইন্ডোজ বেজড পিসি ব্যাবহার করেন তাদের জন্য অটোরান ভাইরাস বেশ ঝামেলার একটা জিনিষ, এছাড়া আছে ম্যালওয়ার ঢুকে পিসিতে হিডেন ফাইলস/সিস্টেম ফাইলস দেখানোর অপশন বন্ধ হয়ে যাওয়া। এই সব প্রতিরোধ এবং আক্রান্ত পিসি কিউরের জন্য পান্ডা ইউএসবি ভ্যাকসিন বেশ কাজের।

এটা এমনকি ইনফেক্টেড পিসিকে কয়েক সেকেন্ডেই ঠিক করে ফেলতে পারে।

ইনস্টল করে সবার আগে নিজের হার্ড ড্রাইভের পার্টিশনগুলা ভ্যাকসিনেট করে নিন। হিডেন/সিস্টেম ফাইল শো করা থাকলে দেখবেন একটা অটোরান ফাইল ক্রিয়েট হয়েছে। ঘাবড়াবার কিছু নেই, এটা পান্ডা নিজেই করেছে ড্রাইভে যাতে অন্য কোন অটোরান এসে জুড়ে না বসতে পারে তার জন্য।

এই টুল দিয়ে নিজের পেনড্রাইভ আর এক্স্টার্নাল ড্রাইভ গুলোও ভ্যাকসিনেট করে নিন। এই টুল দিয়ে ভ্যাকসিনেট করা ড্রাইভে পরে অন্য কোন ইনফেক্টেড পিসি থেকেও এই পাইপ ভাইরাস/ম্যালওয়ার ধরবে না।

ফ্রি টুল পান্ডা ইউএসবি ভ্যাকসিন ডাউনলোড

তবে সত্যিকার ঝামেলা ছাড়া কম্পিউটিং দেবে লিনাক্স

Disqus for Simple thoughts...