February 2, 2011

রাজাকার, দেশদ্রোহী আর রাজনীতিবিদদের জন্য ভালোবাসা...

রাজাকার কে?
মানুষই তো।
দেশদ্রোহীরাও মানুষ কিন্তু!
সাথে সাথে বাপের আর স্বামীর মরা নামের জোরে-
দেশটাকে ভেজে খাওয়া রাজনীতিবিদরাও মানুষ।
রক্ত মাংশেরই মানুষ।

আপনি কি তাদের ঘৃনা করেন?!
ছিহঃ! এত খারাপ আপনি!
মানুষ হলে মানুষকে ভালোবাসতেই হবে-
এটা জানেনতো?

আসুন মানুষকে ভালোবাসি,
ভালোবাসি রাজাকার, দেশদ্রোহী, এ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট
আর করাপ্ট রাজনীতিবিদদেরও
আসুন ভালোবাসার ঠেলায় ওদের সাথে কোলাকুলিও করে ফেলি দু'এক পাক।

তবে,
তার আগে বুকে বোমা বেঁধে নিতে ভুলবেন না!
ওদের জন্যে বোমারু ভালোবাসা আমাদের।
তবু যদি কজন সংসপ্তকের আত্মাদানে ষোলোকোটি মানুষ বাঁচে!

Disqus for Simple thoughts...