February 8, 2013

খুলনা সমাবেশ দিন ২ - প্রজন্ম চত্তর, শিববাড়ীর মোড় খুলনা

তোমার আমার ঠিকানা - শিববাড়ীর ঐ আঙিনা...

সমাবেশ থেকে ফিরে ভোর রাত অব্দি ছিলাম অনলাইনে শুয়োরেরবাচ্চাদের অনলাইন প্রোপাগন্ডার জবাব দিতে। তারপর ঘুম। সকালে মা রওনা হলেন ঢাকা, বলে গেলেন, "জলদি যাস মিছিলে"। তবু ঘুম সেরে যেতে বাজালাম দুপুর।

ইমতিয়াজ ভাই এসেছিলেন কিছু শুকনো খাবার দিতে, জুম্মা পড়ে ছেলে আর মেয়ে নিয়ে সোজা হাজির উনি। কড়াভাবে ইসলামিক অনুশাসন মেনে চলা পরিবার ওনাদের। মেয়েটার বয়েস দশের নীচে, পরনে সালোয়ার-কামিজ আর মাথায় হিজাব। তালেতালে তানধরে সবাই, "বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই।"

আজকে কিছু ছবি দেখাই, প্রথম কয়েকটা দেখলেই বুঝবেন, মুলমিম মেয়েরাও পিছিয়ে নেই জোর গলায় দাবীটা তুলতে - "রাজাকারের ফাঁসি চাই" আশা করছি, একটা গোটা জাতির স্বতঃস্ফুর্ত আত্মার আন্দোলনকে "হিন্দু আর নাস্তিকদের" ট্যাগ করতে চাওয়া শিবিরের শুয়োরেরবাচ্চাদের মুখে সজোরে থাপ্পড় হিসাবে পড়বে


 এক বৃদ্ধা, ছেলে আর নাতী সহ


Disqus for Simple thoughts...