February 9, 2013

শাহবাগ নিয়ে জামাত-শিবির বিভ্রান্তি ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না, শক্ত করে ঘাঁটি গেড়ে বসে থাকুন যার যায় যায়গায়

শাহবাগ নিয়ে জামাত-শিবির বিভ্রান্তি ছড়াচ্ছে, আন্দোলন নাকি ভেঙে গেছে অথবা আওয়ামিলীগের হতে চলে গেছে, মেয়েদের ধর্ষন করা হচ্ছে এইসব বলে। সবই নোংরা গুজব। এসব গুজবে কান দেবেন না, শক্ত করে ঘাঁটি গেড়ে বসে থাকুন যার যায় যায়গায়। শাহবাগ আসলে কাঁপিয়ে দিয়েছে সবাইকে। যার বাস্তব উদাহরন- গোলাম আজম এখন হাসপাতালে।

খুলনার প্রজন্ম চত্তরে দ্বিতীয় রাত নামলো


Disqus for Simple thoughts...