May 3, 2016

৩-৫-১৬
ধার কমছে,
তবে সেটা চাপাতির ধারের ভয়ে নয়-
চাপে।

মধ্যবিত্ত জীবনের চাপে,
মা-বৌ-সন্তান-
আর আত্মীয়দের চাপে।

আর এসব চাপের সাথে ফ্রি জুটছে-
প্রজাতন্ত্রী দেশের ধনতান্ত্রিক জীবনব্যাবস্থার চাপ।

খোলামেলা জীবনটাকে বিজ্ঞাপনের মতন-
সাজানো গোছানো আর্টিফিশিয়াল বানানোর চাপে।

Disqus for Simple thoughts...