February 28, 2017

ঔষধ স্ট্রিপ - মেয়াদ বিহীন

এই ছবিটা অস্ট্রেলিয়ান একটি ওয়েবসাইট থেকে নেওয়া


এই ছবিটা ভারতীয় একটি ঔষধের (ওয়েব থেকে নেওয়া)


আর এই ছবিটা আজকেই সন্ধেয় কেনা বাংলাদেশী ঔষধের, যার স্ট্রিপের কোথাও কোন উল্লেখ নেই এর মেয়াদের।রোগীদের পক্ষে প্রতিটা ঔষধ কেনবার সময় বিক্রেতার কাছে কার্টন দেখতে চাওয়া পসিবল নয়, যেখানে আবার ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে কোর্টে প্রমানিত অভিযোগই আছে মেয়াদ উত্তীর্ন এবং জাল ঔষধ বিক্রি করার, যেখানে সেই কার্টন দেখতে চাইলেও যে  অরিজিনাল কার্টনে জাল ঔষধ রেখে বিক্রি করা হবে না তার গ্যারান্টি নেই কোন।

ল এনফোর্সারেরা কোন জাতের ঘাস খায় তা ভাবছি বসে বসে।

Disqus for Simple thoughts...